Featured Image: Wikipedia Commons.

Image: The Nations Online Project.
মরক্কো সম্পর্কে সবিস্তারে জানতে মুক্ত বিশ্বকোষ দেখুন:
Wikipedia. 2023. “Morocco.” Wikimedia Foundation. Last modified July 15, 2023. https://en.wikipedia.org/wiki/Morocco.

সাল

সপ্তম ও অষ্টম শতাব্দী মরক্কোর আরবীকরণ, ইদ্রিস একটি রাজবংশ প্রতিষ্ঠা করেন।

১৮৬০ সেউতা ছিটমহল নিয়ে স্পেনের সাথে দ্বন্দ্ব দেখা দিলে মরক্কোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল স্পেন।

১৮৮৪ মরক্কোর উপকূলীয় অঞ্চলে স্পেন একটি প্রটেক্টরেট প্রতিষ্ঠা করল।

১৯০৪ ফরাসি ও স্পেনীয়রা মরক্কোয় পাল্টাপাল্টি প্রভাব বলয় গড়ে তুলল।

১৯০৬ স্পেনে আলজেকিরাস সম্মেলন।

১৯১২ ‘ফেজ চুক্তি’: মরক্কো একটি ফরাসি প্রটেক্টরেটে পরিণত হল। উপকূলীয় অঞ্চলে স্পেনের প্রটেক্টরেট অব্যাহত থাকল। সুলতান নামেমাত্র শাসক হিসেবে রইলেন।

১৯২১-২৬ রিফ পর্বতমালায় দেখা দিল আদিবাসী বিদ্রোহ, ফরাসি ও স্পেনীয়রা এই বিদ্রোহ দমন করে।

১৯৪৩ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে গঠিত হল ইস্তিকলাল দল।

১৯৫৬ ফরাসি প্রটেক্টরেটের অবসান।

১৯৫৭ মরক্কোর রাজা হলেন সুলতান মোহাম্মদ।

১৯৬১ রাজা মোহাম্মদের মৃত্যু, মরক্কোর রাজা হলেন দ্বিতীয় হাসান।

১৯৬৩ মরক্কোর প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হল।

১৯৬৫ মরক্কো জুড়ে সামাজিক অসন্তোষ ছড়িয়ে পড়ল। রাজা দ্বিতীয় হাসান জরুরি অবস্থা জারি করলেন। সংসদ স্থগিত করা হল।

১৯৭১ মরক্কোর রাজাকে ক্ষমতাচ্যুত করা ও প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করার একটি চেষ্টা ব্যর্থ হয়ে গেল।

১৯৭৩ পোলিসারিও আন্দোলন গঠিত হল। উদ্দেশ্য স্পেনীয় সাহারায় একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এদের পেছনে আলজেরিয়ার মদত ছিল।

১৯৭৫ ডিসেম্বর: স্পেনীয় সাহারা ছেড়ে যেতে রাজি হল স্পেন। ভূখণ্ডটির নাম বদলে রাখা হল পশ্চিম সাহারা। মরক্কো ও মৌরিতানিয়ার যৌথ নিয়ন্ত্রণে স্থানান্তরিত হল। আপত্তি জানাল আলজেরিয়া। সামরিক অভিযান চালানোর হুমকি দিল। মরক্কো সেনাবাহিনী দখল করে নিল পশ্চিম সাহারা।

১৯৭৬ পশ্চিম সাহারায় মরক্কীয় ও আলজেরীয় সেনাদের সংঘাত। আলজেরিয়া একটি প্রবাসী সরকারের নেতৃত্বে সাহারাবি আরব গণতান্ত্রিক প্রজাতন্ত্র (এসএডিআর) গঠন করার ঘোষণা দিল। পশ্চিম সাহারাকে ভাগ করে নিল মরক্কো ও মৌরিতানিয়া।

১৯৭৬-বর্তমান পোলিসারিও বাহিনীর সাথে মরক্কো সেনাবাহিনীর যুদ্ধ চলছে।

১৯৮৮ আলজেরিয়ার সাথে মরক্কোর কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হল।

১৯৯১ জাতিসংঘের তদারকিতে পশ্চিম সাহারায় যুদ্ধবিরতি প্রক্রিয়া শুরু হলেও ভূখণ্ডটির স্ট্যাটাস অমীমাংসিতই রয়ে গেছে।

১৯৯৯ রাজা দ্বিতীয় হাসানের স্থলাভিষিক্ত হলেন তাঁর পুত্র ষষ্ঠ মোহাম্মেদ।

২০০০ প্রকাশিত হল সি. আর. পেনেলের মরক্কো সিন্স ১৮৩০: আ হিস্ট্রি

২০১৩ প্রকাশিত হল সুজান গিলসন মিলারের আ হিস্ট্রি অফ মডার্ন মরক্কো

২০২০ প্রকাশিত হল এমিলি গটরাইষের জিউইশ মরোক্কো: আ হিস্ট্রি ফ্রম প্রিইসলামিক টু পোস্টকলোনিয়াল টাইমস

২০২১ প্রকাশিত হল মাইকেল পেয়রনের দ্য বার্বারস অফ মরোক্কো: আ হিস্ট্রি অফ রেজিস্ট্যান্স। প্রকাশিত হল ক্রিস্টিন হিসংয়ের ন্যাশনালিজম অ্যান্ড জিউইশ আইডেনটিটি ইন মরক্কো: আ হিস্ট্রি অফ আ মাইনরিটি কমিউনিটি

তথ্যসূত্র

BBC. 2018. “Morocco Profile – Timeline.” BBC, April 24, 2018.
https://www.bbc.com/news/world-africa-14123260.

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি