Featured Image: Wikipedia Commons.

Image: The Nations Online Project.
উগান্ডা সম্পর্কে সবিস্তারে জানতে মুক্ত বিশ্বকোষ দেখুন:
Wikipedia. 2023. “Uganda.” Wikimedia Foundation. Last modified June 27, 2023. https://en.wikipedia.org/wiki/Uganda.

সাল

১৫০০ আজকের দিনের সুদানের দক্ষিণপূর্বাঞ্চল থেকে আসা নাইলোটিকভাষী অভিবাসীরা বুগান্ডা, বুনইয়োরো ও আঙ্কোলের বিতো রাজবংশগুলো প্রতিষ্ঠা করলেন।

১৭০০ বুনইয়োরোর অবক্ষয় ও বুগান্ডার উত্থান ঘটতে লাগল।

১৮০০ ভিক্টোরিয়া হ্রদের সীমান্তবর্তী অঞ্চল নিয়ন্ত্রণ করছে বুগান্ডা।

১৮৬২ প্রথম ইওরোপীয় হিসেবে বুগান্ডা পরিদর্শন করলেন ইওরোপীয় অভিযাত্রিক জন হ্যানিং স্পেক।

১৮৭৫ বুগান্ডার রাজা প্রথম মুতেসা খ্রিস্টধর্ম প্রচারকদের তাঁর রাজ্যে প্রবেশাধিকার দিলেন।

১৮৭৭ ব্রিটিশ মিশনারি সোসাইটির সদস্যদের উগান্ডায় আগমন।

১৮৭৯ ফরাসি রোমান ক্যাথলিক হোয়াইট ফাদার্সের সদস্যদের উগান্ডায় আগমন।

১৮৯০ ব্রিটিশ ও জার্মানদের মধ্যে শান্তি চুক্তি সই, ব্রিটিশরা বর্তমান উগান্ডার অধিকার লাভ করল।

১৮৯৪ একটি ব্রিটিশ প্রটেক্টরেটে পরিণত হল উগান্ডা।

১৯০২ উগান্ডার পূর্বাঞ্চলীয় প্রদেশকে কেনিয়ার হাতে তুলে দেয়া হল।

১৯০৪ উগান্ডায় বাণিজ্যিকভাবে তুলা চাষ শুরু হল।

১৯২১ উগান্ডায় একটা আইন পরিষদ গঠন করা হল, কিন্তু ১৯৪৫ সালের আগ পর্যন্ত তাতে কোন আফ্রিকান সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়নি।

১৯৫৮ উগান্ডাকে অভ্যন্তরীণ স্বশাসন প্রদান করা হল।

১৯৬২ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করল উগান্ডা।

১৯৬৩ উগান্ডাকে একটি প্রজাতন্ত্র বলে ঘোষণা করা হল, যার প্রেসিডেন্ট হলেন বুগান্ডার রাজা মুতেসা।

১৯৬৬ বুগান্ডার স্বায়ত্তশাসনের অবসান ঘটালেন মিল্টন ওবোতে, নিজেকে প্রেসিডেন্ট পদে উন্নীত করলেন।

১৯৭১ এক সামরিক ক্যুদেতায় প্রেসিডেন্ট ওবোতেকে ক্ষমতাচ্যুত করলেন উগান্ডার সেনাপ্রধান ইদি আমিন দাদা।

১৯৭২ উগান্ডার নাগরিক না হয়েও দেশটিতে অবস্থান করছিলেন এমন ৬০ হাজার এশীয়কে দেশ ছাড়ার হুকুম দিলেন দাদা।

১৯৭২-৭৩ তানজানিয়ার সাথে সীমান্ত সংঘাতে জড়িয়ে পড়ল উগান্ডা।

১৯৭৬ ইদি আমিন দাদা নিজেকে প্রেসিডেন্ট ফর লাইফ ঘোষণা করলেন এবং কেনিয়ার অংশবিশেষ দাবি করলেন।

১৯৭৮ কাগেরা অঞ্চল নিজ সীমানাভুক্ত করার উদ্দেশ্যে তানজানিয়ায় হামলা চালাল উগান্ডা।

১৯৭৯ উগান্ডায় হামলা চালাল তানজানিয়া। গঠন করল উগান্ডা জাতীয় মুক্তি ফ্রন্ট। তানজানিয়ার মদতপুষ্ট উগান্ডা জাতীয় মুক্তি ফ্রন্ট সারা দেশের আমিনবিরোধী শক্তিদের ঐক্যবদ্ধ করল। ইদি আমিন দাদা দেশ ছেড়ে পালিয়ে গেলেন। ইউসূফু লুলেকে প্রেসিডেন্টের পদে বসানো হল। কিন্তু তিনি বেশিদিন ক্ষমতায় থাকতে পারলেন না। ক্ষমতায় এলেন গডফ্রে বিনাইসা।

১৯৮০ সেনাবাহিনী কর্তৃক উৎখাত হলেন বিনাইসা। নির্বাচন আয়োজিত হল। আবার প্রেসিডেন্ট হলেন মিল্টন ওবোতে।

১৯৮৫ এক সামরিক ক্যুদেতায় মিল্টন ওবোতে উৎখাত হলেন, তাঁর স্থলাভিষিক্ত হলেন টিটো ওকেল্লো।

১৯৮৬ জাতীয় প্রতিরোধ বাহিনীর বিদ্রোহীরা উগান্ডার রাজধানী কাম্পালা দখল করে নিল এবং ইউরি মুসাভেনিকে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসাল।

১৯৮৬-বর্তমান ইউরি মুসাভেনির শাসনকাল।*

* গত তিন দশকেরও বেশি সময়ে উগান্ডায় কোন অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। (PesaCheck 2021)

তথ্যসূত্র

BBC. 2022. “Uganda profile – Timeline.” BBC, May 10, 2018.
https://www.bbc.com/news/world-africa-14112446

PesaCheck. 2021. “Has Uganda Held a Fair and Transparent Election in the Last 30 Years?” Medium, June 22, 2021. https://pesacheck.org/is-it-true-that-uganda-has-not-held-a-fair-and-transparent-election-in-over-30-years-5d8548d42059.

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি