Featured Image: Wikipedia Commons.

Image: The Nations Online Project.

প্রাক-ইতিহাস

১২০০০ বছর আগে ইবেরীয় উপদ্বীপে প্রথমবারের মত বসতিস্থাপন করছে মানুষ।

ইতিহাস, পূর্বসাল

১৫০০ বর্তমানে স্পেনে ইবেরীয় মানুষদের আগমন ঘটল।

১০০০-৫০০ বর্তমান স্পেনে ফিনিশীয় ও গ্রিক উপনিবেশগুলো স্থাপিত হল।

দ্বিতীয় শতাব্দী ইবেরীয় উপদ্বীপে রোমক সাম্রাজ্যের আধিপত্য সুপ্রতিষ্ঠিত হল।

ইতিহাস, সাল

প্রথম শতাব্দী স্পেনে এসময় খ্রিস্টধর্মের আগমনের প্রমাণ মিলেছে।

চতুর্থ শতাব্দী রোমক সাম্রাজ্যের অন্যান্য জায়গার মত স্পেনেও এসময় খ্রিস্টধর্ম দরবারি ধর্মের মর্যাদা লাভ করে।

পঞ্চম-অষ্টম শতাব্দী জার্মানিক গোষ্ঠী ভিসিগথরা এসময় স্পেন শাসন করছে।

৭১১ ১২ হাজার সৈন্যের এক বাহিনী নিয়ে জিব্রাল্টার* আক্রমণ করলেন উমাইয়া খেলাফতের বার্বার মুসলমান সেনাপতি তারিক বিন জিয়াদ।

* স্পেনীয় ভাষায় জিব্রাল্টার কথাটি এসেছে জাবাল আল তারিক থেকে, যার অর্থ: তারেকের পাথর।

৭১৮ ইবেরীয় উপদ্বীপের অধিকাংশই মুসলমানদের নিয়ন্ত্রণে চলে গেল।

১৪৯২ রিকনকুইস্তা: ঐক্যবদ্ধ ক্যাথলিক সাম্রাজ্যের হাতে মুসলমান শাসনের অবসান। ক্রিস্টোফার কলম্বাস স্পেন থেকে যাত্রা শুরু করে আমেরিকা ‘আবিষ্কার’ করলেন। এই ঘটনাটি স্পেনকে একটি উপনিবেশিক শক্তি হিসাবে প্রতিষ্ঠা করেছিল।

১৫৮৮ ইংল্যান্ডের কাছে স্প্যানিশ আর্মাডার পরাজয়।

সপ্তদশ-উনবিংশ শতাব্দী ইওরোপ ও দুই আমেরিকায় প্রভাব ও ভূখণ্ড হারাতে শুরু করে স্পেন।

১৭০৪ যুক্তরাজ্যের কাছে জিব্রাল্টার হারাল স্পেন।

১৯৩৬-৩৯ ‘স্পেনীয় গৃহযুদ্ধ’: প্রজাতন্ত্রী ও জাতীয়তাবাদী বাহিনীগুলোর এই যুদ্ধে ৩ লক্ষ ৫০ হাজার মানুষের মৃত্যু হয়।

১৯৩৯-৭৫ একনায়ক ফ্রান্সিসকো ফ্রাংকোর ৩৬ বছর মেয়াদী শাসনকাল।*

* ১৯৭৫ সালে মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় ছিলেন।

১৯৫৫ জাতিসংঘ স্পেনের সদস্যপদের আহবান পুনরায় গ্রহণ করল।

১৯৫৯ বাস্ক জাতীয়তাবাদী সংগঠন ইউস্তাদি তা আস্কাতাসুনা (ইটিএ) প্রতিষ্ঠিত।

১৯৬১ ইটিএর সন্ত্রাসবাদী তৎপরতার সূচনা।

১৯৭৫ ফ্রান্সিসকো ফ্রাংকোর মৃত্যুতে রাজা হলেন হুয়ান কার্লোস।

১৯৭৭ স্পেনে একনায়কতন্ত্রের যুগ শেষে গণতান্ত্রিক নির্বাচনের শুরুয়াত।

১৯৮২ ন্যাটোয় যোগ দিল স্পেন।

১৯৮৬ ইওরোপীয় অর্থনৈতিক সম্প্রদায়ের (ইইসি) সদস্য হল স্পেন।

১৯৯২ বার্সেলোনায় আয়োজিত হল গ্রীষ্মকালীন অলিম্পিক।

২০০২ মুদ্রা হিসেবে ইওরো গ্রহণ করে নিল স্পেন।

২০০৪ মাদ্রিদে সন্ত্রাসবাদীদের বোমা হামলায় ১৯২ জনের মৃত্যু।

তথ্যসূত্র

Pavlovic´, Zoran, and Hanks, Reuel. 2006. Spain. New York: Chelsea House.

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি