Featured Image: Wikipedia Commons.

Image: The Nations Online Project.

প্রাক-ইতিহাস

৫ লক্ষ বছর আগে বর্তমান পর্তুগালে এসব মানব প্রজাতির উপস্থিতি ছিল।

২২ হাজার ৫০০ বছর আগে বর্তমান পর্তুগালে নিয়ান্ডারথাল যুগের অবসান।

ইতিহাস, পূর্বসাল

৩০০০ বর্তমান পর্তুগালে কৃষি সমাজের উত্থান।

১২০০ আজকের দিনের লিসবনে বসতিস্থাপন করলেন ফিনিশীয়রা।

৮০০ মধ্য ইওরোপ থেকে বর্তমান পর্তুগালে কেল্টভাষীদের আগমন।

৬০ জুলিয়াস সীজার এক বিশাল বাহিনী নিয়ে বর্তমান পর্তুগালে প্রবেশ করলেন, দেশটিতে পাঁচ শতাব্দীর রোমক শাসনের সূচনা হল।

ইতিহাস, সাল

৪০৬ ইবেরীয় উপদ্বীপে জার্মানিক গোষ্ঠীগুলোর আগমন ঘটল।

৭১১ ১২ হাজার সৈন্যের এক বাহিনী নিয়ে জিব্রাল্টার* আক্রমণ করলেন উমাইয়া খেলাফতের বার্বার মুসলমান সেনাপতি তারিক বিন জিয়াদ।

* স্পেনীয় ভাষায় জিব্রাল্টার কথাটি এসেছে জাবাল আল তারিক থেকে, যার অর্থ: তারেকের পাথর।

৭১৮ ইবেরীয় উপদ্বীপের অধিকাংশই মুসলমানদের নিয়ন্ত্রণে চলে গেল।

১১২৮ পর্তুগালের প্রথম রাজপরিবার প্রতিষ্ঠা করলেন আলফসোঁ হেনরিক।*

* হাউজ অফ বার্গ্যাণ্ডি নামে পরিচিত ছিল।

১১৩৯ ‘অউরিকের যুদ্ধ’ স্পেনের মুসলমানদের যুদ্ধে পরাজিত করলেন আলফসোঁ হেনরিক।

১১৪৩ ‘জামোরা চুক্তি’ আজকের দিনের স্পেনে অবস্থিত লিওন আর কাস্তিলের কাছ থেকে পর্তুগালের স্বাধীনতাকে স্বীকৃতি দিল এই চুক্তি।

১১৪৭ ক্যাথলিক ক্রুসেডারদের সহায়তায় মুসলমানদের পরাস্ত করলেন পর্তুগালের রাজা প্রথম আলফসোঁ ও তাঁদের লিসবন থেকে তাড়িয়ে দিলেন।

১১৮৫ প্রথম আলফসোঁর মৃত্যু।

১২৪৯ পর্তুগালের শেষ মুসলমানরা ফারো থেকে বিতাড়িত হল।

১৩১৮ রাজা ডেনিস কর্তৃক প্রতিষ্ঠিত হল অর্ডার অফ আওয়ার লর্ড জেসাস ক্রাইস্ট।

১৩৪৮-৪৯ ব্ল্যাক ডেথে পর্তুগালের জনসংখ্যার এক-তৃতীয়াংশের মৃত্যু।

১৪৮৮ পর্তুগিজ অভিযাত্রিক বার্তোলোমিউ দিয়াজ আফ্রিকার দক্ষিণ উপকূল নৌ প্রদক্ষিণ করে প্রমাণ করলেন, অতলান্তিক আর ভারত মহাসাগর সংযুক্ত।

১৪৯৭ সমুদ্রপথে পর্তুগাল থেকে ভারতে পৌঁছালেন ভাস্কো দা গামা।

১৫৮০ স্পেন হামলা চালিয়ে দখল করে নিল পর্তুগাল।

১৬৪০ স্পেনীয় শাসনের বিরুদ্ধে পর্তুগিজ বিদ্রোহ সফল হল।

১৮০৭ নেপোলীয়নের ফ্রান্স ও স্পেন পর্তুগালে যৌথ হামলা চালাল ও লিসবন দখল করে নিল।

১৮২২ পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করল ব্রাজিল।

১৮৯২ পর্তুগালকে দেউলিয়া ঘোষণা করা হল।

১৯০৮ রাজতন্ত্রবিরোধীদের পাঠানো আততায়ীদের হাতে খুন হলেন রাজা কার্লোস।

১৯১৪-১৮ ‘প্রথম বিশ্বযুদ্ধ’।

১৯১৬ প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পক্ষে যোগ দিল পর্তুগাল।

১৯২৬ পর্তুগালে এক সামরিক ক্যুদেতায় গণতান্ত্রিক সরকার উৎখাত।

১৯২৮-৬৮ আন্তোনিও দে অলিভিয়েরা সালাজারের চার দশকের একনায়কতন্ত্র।

১৯৭৬ দীর্ঘ একনায়কতন্ত্রের অবসানে পর্তুগাল একটি গণতান্ত্রিক সংবিধান গ্রহণ করে নিল, যার মধ্য দিয়ে দেশটির দ্বিতীয় প্রজাতন্ত্রের শুরুয়াত।

১৯৮৬ ইওরোপীয় সম্প্রদায়ে (ইসি) যোগ দিল পর্তুগাল।

২০০২ মুদ্রা হিসাবে ইওরো গ্রহণ করে নিল পর্তুগাল।

তথ্যসূত্র

Gritzner, Charles F., and Philips, Douglas A.. 2007. Portugal. New York: Chelsea House.

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি