Featured Image: Wikimedia Commons.

Image: The Nations Online Project.
বেলারুশ সম্পর্কে সবিস্তারে জানতে মুক্ত বিশ্বকোষ দেখুন:
Wikipedia. 2023. “Belarus.” Wikimedia Foundation. Last modified July 10, 2023. https://en.wikipedia.org/wiki/Belarus.

সাল

১৯১৪-১৮ ‘প্রথম বিশ্বযুদ্ধ’।

১৯১৮ বেলারুশী জাতীয় প্রজাতন্ত্র ঘোষণা করা হল।

১৯১৯ সোভিয়েত লাল ফৌজ বেলারুশ দখল করে নিল।

১৯২১ ‘রিগা চুক্তি’: বেলারুশকে দুই ভাগ করে পোল্যান্ড আর সোভিয়েত ইউনিয়নের হাতে ধরিয়ে দেয়া হল।

১৯৩০এর দশক স্তালিন আমলে ১ লক্ষাধিক বেলারুশী খুন হন, হাজার হাজার মানুষকে শ্রমশিবিরে পাঠানো হয়।

১৯৩৯-৪৫ ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধ’।

১৯৪১ নাৎসি জার্মানি দখল করে নিল বেলারুশ।

১৯৪১-৪৪ নাৎসি দখলদারিত্বে ১০ লক্ষাধিক বেলারুশী খুন হন, যাঁদের একটা উল্লেখযোগ্য অংশ ছিলেন ইহুদি।

১৯৪৪ লাল ফৌজ নাৎসিদের বেলারুশ থেকে তাড়িয়ে দেয়।

১৯৬০এর দশক রুশীকরণ নীতির কারণে বেলারুশী ভাষার মর্যাদাহানি ঘটল।

১৯৮৬ ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনার প্রভাব প্রতিবেশী রাষ্ট্র হওয়ার কারণে বেলারুশের ওপরও পড়ল। ২০ শতাংশ আবাদি জমি তেজস্ক্রিয়তায় আক্রান্ত হল। ফলে এসব জমি ব্যবহারের অনুপযোগী হয়ে ওঠে।

১৯৮৮ বেলারুশী জাতীয়তাবাদীদের দ্বারা গঠিত হল পপুলার ফ্রন্ট।

১৯৯০ বেলারুশী ভাষাকে দরবারি ভাষার মর্যাদা দেয়া হল।

১৯৯১ সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করল বেলারুশ।

১৯৯৪-বর্তমান স্বঘোষিত ‘ইওরোপের শেষ একনায়ক’* আলেক্সান্দার লুকাশেনকোর শাসনামল।

* “I don’t really understand what a dictator is, but on the other hand I sometimes, in a nice way, envy myself. I am the last and only dictator in Europe and indeed there are none anywhere else in the world. You came here and looked at a living dictator and where else would you see one?” (Reuters 2012)

১৯৯৯ প্রকাশিত হল ডেভিড আর. মার্পলসের বেলারুশ: আ ডিন্যাশনালাইজড নেশন

২০০৬ প্রকাশিত হল সেরহি প্লখির দ্য অরিজিনস অফ স্লাভিক নেশনস: প্রিমর্ডান আইডেন্টিটিজ ইন রাশিয়া, ইউক্রেন, অ্যান্ড বেলারুশ

২০১১ প্রকাশিত হল অ্যান্ড্রু উইলসনের বেলারুশ: দ্য লাস্ট ইওরোপিয়ান ডিক্টেটরশিপ

তথ্যসূত্র

BBC. 2022. “Belarus profile – Timeline.” BBC, March 5, 2022.
https://www.bbc.com/news/world-europe-17941637

Reuters. 2012. “Belarus President Lukashenko in his own words.” Reuters, November 27, 2012.
https://www.reuters.com/article/us-belarus-lukashenko-extracts-idUSBRE8AQ0V520121127

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি