Featured Image: Wikipedia Commons.

Image: Perry-Castañeda Library Map Collection, The University of Texas at Austin.
মোনাকো সম্পর্কে সবিস্তারে জানতে মুক্ত বিশ্বকোষ দেখুন:
Wikipedia. 2023. “Monaco.” Wikimedia Foundation. Last modified June 27, 2023. https://en.wikipedia.org/wiki/Monaco.

সাল

১২৯৭ জেনোয়া থেকে নির্বাসিত গ্রিমাল্ডি পরিবারের এক সদস্য, ফ্রাসোয়া, মোনাকোর শাসকদের দুর্গ হস্তগত করলেন।

পঞ্চদশ শতাব্দীর শেষদিকে ফ্রান্সের রাজা, স্যাভয়ের ডিউক, আর পোপ মোনাকোর সার্বভৌমত্বকে স্বীকৃতি দিলেন।

১৫২৪-১৬৪১ স্পেনের সাথে মৈত্রীবন্ধনে আবদ্ধ হল গ্রিমাল্ডি পরিবার, স্পেনীয় সুরক্ষা বলয়ের অধীনে এল মোনাকো।

১৭৯৩ ফরাসি বিপ্লবের ধাক্কায় গ্রিমাল্ডিরা ক্ষমতাচ্যুত হল, যার ধারাবাহিকতায় দেশটি ফ্রান্সের সাথে পুনরেকত্রিত হয়।

১৮১৪ মোনাকো গ্রিমাল্ডিদের হাতে তুলে দেয়া হল।

১৮১৪-৬০ এই সময়কালে দেশটি একটি সার্ডিনীয় প্রটেক্টরেট ছিল।

১৮৬১ ‘ফ্রাঙ্কো-মনেগাস্ক চুক্তি’: মোনাকোর স্বাধীনতা পুনর্বহাল করা হল।

১৯১১ মোনাকোর প্রথম সংবিধানের খসড়া করা হল। এতে একটি জাতীয় পরিষদের ব্যবস্থা রাখা হল। যা রাজকুমারের সাথে ক্ষমতা ভাগ করে নিল।

১৯২৯ প্রথম মোনাকো গ্রা প্রি, জিতলেন ব্রিটেনের উইলিয়াম উইলিয়ামস।

১৯৪৯ দ্বিতীয় লুইয়ের মৃত্যু, তাঁর স্থলাভিষিক্ত হলেন নাতি রাজকুমার তৃতীয় রেইনার।

১৯৫৫ কান চলচ্চিত্র উৎসবে অভিনেত্রী গ্রেস কেলির সাথে তৃতীয় রেইনারের দেখা হল।

১৯৫৬ গ্রেস কেলিকে বিয়ে করলেন মোনাকোর তৃতীয় রেইনার।

১৯৫৯ বাজেট নিয়ে এক বিবাদের সূত্র ধরে মোনাকোর নির্বাচিত জাতীয় পরিষদ স্থগিত করলেন তৃতীয় রেইনার।

১৯৬২ জাতীয় পরিষদ পুনর্বহাল করলেন তৃতীয় রেইনার, একটি নয়া ও অপেক্ষাকৃত উদার সংবিধান প্রণয়ন করলেন।

১৯৮২ মন্টে কার্লোর কাছাকাছি এক গাড়ি দুর্ঘটনায় রাজকুমারী গ্রেসের মৃত্যু।

১৯৯৩ জাতিসংঘে যোগ দিল মোনাকো।

২০০৪ এপ্রিল: অইসিডি মোনাকোকে অকার্যকর কর স্বর্গের তালিকাভুক্ত করল।

২০০৫ এপ্রিল: ৮১ বছর বয়সে রাজকুমার রেইনারের মৃত্যু হল। জুলাই: নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নিলেন রাজকুমার আলবার্ট। নভেম্বর: এক ক্যাথেড্রাল আয়োজন উত্তরাধিকারের আনুষ্ঠানিকতা শেষ করল।

২০০৯ মে: মোনাকোকে অকার্যকর কর স্বর্গের তালিকা থেকে মোনাকোর নাম সরিয়ে দিল।

২০১১ জুলাই: শার্লিন উইটস্টককে বিয়ে করলেন রাজকুমার আলবার্ট।

২০১৪ জুন: ইওরোপীয় মানবাধিকার আদালত রায় দিল, ফরাসি ম্যাগাজিন প্যারিস ম্যাচকে ২০০৫ সালে প্রজিকিউট করাটা ভুল ছিল। পত্রিকাটি এই তথ্য ফাঁস করে দিয়েছিল যে, রাজকুমার দ্বিতীয় আলবার্ট অবিবাহিত বাবা হয়েছেন। রাজকুমার পরে সন্তানের পিতৃত্ব স্বীকার করে নেন। ডিসেম্বর: রাজকুমারী শার্লিন যমজ শিশুর জন্ম দিলেন। মোনাকোর পুরুষাধিপত্যের প্রথা অনুযায়ী মসনদের উত্তরাধিকারী জ্যাক। যদিও তিনি তাঁর বোন গ্যাব্রিয়েলার চেয়ে বয়সে ছোট।

২০১৬ জুলাই: ইওরোপীয় ইউনিয়ন (ইইউ) কর স্বচ্ছতা চুক্তি সই করল।

তথ্যসূত্র

BBC. 2022. “Monaco profile – Timeline.” BBC, December 7, 2022.
https://www.bbc.com/news/world-europe-17625894

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি